ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সংসদে প্রবাসীদের ৪০টি আসন থাকা উচিত: নুর

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:৩৩ এএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর বলেছেন, পরবর্তী নির্বাচনে যদি সংসদীয় আসন ৪০০ করা হয় সেখানে প্রবাসীদের ১০ শতাংশ (৪০টি) আসন থাকা উচিত।

রোববার (৯ মার্চ) বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া উচিত।

আইনশৃঙ্খলা রক্ষা ও ধারাবাহিক ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ সরকার অতি দুর্বল সরকার। বিদেশি কূটনীতিকদের প্রেসক্রিপশনে গঠিত এ সরকার কীসের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে তা বোধগম্য নয়। এনজিও কর্মী কিংবা সমাজকর্মী দিয়ে দেশ চালানো সম্ভব নয়।

নুর বলেন, ডিসেম্বরে নির্বাচন নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। যদিও প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, তবে আমি এ নিয়ে সন্দিহান। দেশের পরিস্থিতি মোটেও নির্বাচনের জন্য অনুকূল নয়। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি।

JA