ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিলিস্তিনের পক্ষে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম

ইতালির ভেনিসে পিয়াচ্ছাসালে বিখ্যাত কালাত্রাপা ব্রিজের ওপর শনিবার এক হৃদয়ছোঁয়া বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে কয়েকশো স্থানীয় মানুষ অংশ নেন।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘গাজা মুক্ত করে দাও’, ‘ইসরায়েল বয়কট কর’, ‘গণহত্যা বন্ধ করো’, ‘গাজায় শিশুদের জীবন রক্ষা করো’ ইত্যাদি।

বিক্ষোভকারীরা শুধু স্লোগানেই থেমে থাকেননি, হাড়ি-পাতিলসহ কিচেনের সামগ্রী নিয়ে গাজায় চলমান দুর্ভিক্ষের প্রতিবাদ জানান। অনেকের হাতে ছিল গাজায় ইসরায়েলি হামলার নির্মম চিত্র- যা দেখে সহজেই বোঝা যায়, মানবতা আজ কতটা বিপন্ন।

সমাবেশ থেকে কঠোর সমালোচনা করা হয় ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির। প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, ‘গাজায় শিশুরা না খেয়ে মরছে, আপনি ঘুমাচ্ছেন কীভাবে?’

ব্রিজের ওপরে যখন সমাবেশ চলছিলো, নিচে দিয়ে চলে যাচ্ছিলো নৌযান। ওপরে উড়ছিলো ফিলিস্তিনের পতাকা। পুরো দৃশ্যটি মানবতার পক্ষে এক শক্তিশালী বার্তা বহন করে। আর তা হলো- বিশ্ব মানবতা এখনও বেঁচে আছে। পর্যটকরাও এই দৃশ্য উপভোগ করেন। ক্যামেরাবন্দি করেন এবং অনেকেই একাত্মতা ঘোষণা করেন।

MMS
আরও পড়ুন