ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে ঢাকা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ এএম

বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে, আর দীর্ঘদিন ধরে সেই দূষণের অন্যতম শিকার ঢাকা। কিছুদিন আগে রাজধানীর বায়ুমান সামান্য উন্নতির দিকে থাকলেও আবারও বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৫৯ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। বায়ুমানের এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে সমান ২৫৯ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো (স্কোর ২৫৪), চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২৪১) এবং পঞ্চম স্থানে ভারতের দিল্লি (স্কোর ২২৫)।

বিশ্বব্যাপী বায়ুমান সূচকে (একিউআই) শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ু ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’, আর ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়—যেখানে শিশু, প্রবীণ, গর্ভবতী নারী ও শ্বাসযন্ত্রের রোগীদের ঘরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

SN