ওসমান হাদির হামলাকারী শনাক্ত, ধরিয়ে দিলে পুরস্কার: ডিএমপি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত এক হামলাকারীকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে। তাকে গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোর অভিযান চলছে।

বিজ্ঞপ্তিতে পলাতক ওই ব্যক্তির সন্ধানদাতার নাম ও পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং উপযুক্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে ডিএমপি।

সন্দেহভাজন ব্যক্তির কোনো তথ্য থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বরগুলো হলো- উপ-পুলিশ কমিশনার (মতিঝিল) : ০১৩২০০০৪০৮০, ভারপ্রাপ্ত কর্মকর্তা (পল্টন) : ০১৩২০০০৪০১৩২ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯।

DR/SN