পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন দীর্ঘ ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের টানা চেষ্টায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে ওই প্লাস্টিকের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় এবং এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় দ্রুত আরও ইউনিট তলব করা হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লালবাগ ফায়ার স্টেশনকে পাঠানো হয়। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পলাশী, হাজারীবাগ, সিদ্দিকবাজার, সদরঘাট ও সদরঘাট নদী ফায়ার স্টেশন থেকে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘গোডাউনটিতে প্রবেশের পথ অত্যন্ত সরু। সাধারণ মানুষও ঠিকমতো হেঁটে যেতে পারে না। ফলে গাড়ির প্রবেশ ও পানি সরবরাহে ফায়ার ফাইটারদের চরম বেগ পেতে হয়েছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে জীবনের ঝুঁকি নিয়ে বিকেল ৪টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।’
লালবাগে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা