তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন  

বিমানবন্দরে কড়া নিরাপত্তা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম

প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই পুরো বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশসহ অন্যান্য সংস্থার প্রায় ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
 
নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে আনসার গার্ডের নিয়মিত সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্ট ও পেট্রোল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
 
ভিআইপি গেট সংলগ্ন ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার পুরো পথে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেলেও বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এ সেটা কিছুটা শিথিল ছিল। তবে স্বাভাবিকের চেয়ে এদিকে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে।
 
ভিআইপি গেট সংলগ্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ক্রু ছাড়া কেউই ঢুকতে পারছেন না। তবে টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এ সাধারণ যাত্রীদের চলাচল আছে স্বাভাবিকের মতোই।
 
কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে বাড়তি কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না তাদের। তবে যানবাহন নিয়ে ঢোকার অনুমতি না পাওয়া এবং ভিজিটর প্রবেশের অনুমতি না পাওয়ায় কিছুটা ক্ষোভও দেখা গেছে তাদের মধ্যে।
 
বিমানবন্দরের কয়েকটি অংশে ট্রাফিক জ্যাম লক্ষ্য করা গেছে। সচরাচর এমনটা দেখা যায় না বলে জানিয়েছেন বিমানবন্দরের ট্রাফিক পুলিশে কর্মরত এক পুলিশ সদস্য।

বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।
 
শিডিউল অনুযায়ী, সিলেটে প্রথম অবতরণ সকাল ৯টা ৫৫ মিনিটে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমানটি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। শেষ পর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৪৫ মিনিটে অবতরণ করার কথা রয়েছে।

AHA
আরও পড়ুন