নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা বুধবারের মতো কর্মসূচি স্থগিত করে রাজপথ ছেড়েছেন। তবে দাবি আদায়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে ফের রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে গাবতলী টেকনিক্যাল মোড়ে এক সংবাদ সম্মেলনে বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ এই নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে এই অবস্থান কর্মসূচি চলবে।

মাসুম বিল্লাহ বলেন, ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। আজকের কর্মসূচি স্থগিত করা হলেও আমরা দাবি থেকে একচুলও সরে আসব না। এটি আমাদের অধিকার আদায়ের দীর্ঘ লড়াই।’

এর আগে, দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাবসহ বিভিন্ন পয়েন্ট অবরোধ করলে রাজধানীর যানচলাচল কার্যত অচল হয়ে পড়ে। বিশেষ করে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রীরা বাস থেকে নেমে দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে।

DR/SN
আরও পড়ুন