'গণসংগীত: দ্রোহ, সাম্য ও নবজীবনের গান' স্লোগানে চট্টগ্রাম ভিত্তিক গণসংগীতের সংগঠন সৃজামি'র দুইদিনব্যাপী গণসংগীত উৎসবের শেষ দিন আজ। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ।
অভিনেতা ও নাট্যনির্দেশক দুলাল দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম দিন শুভেচ্ছা বক্তব্য দেন সৃজামির পরিচালক সুজিত চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার এবং লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।

প্রথম দিন একক সংগীত পরিবেশন করেন সুজিত চক্রবর্তী, পূজা চক্রবর্তী, ময়ূরী দাশ গুপ্তা, সাবিরা শাহীনূর পল্লবী, তৌহিদ শিমুল, রশ্মী দেব ও রিয়া দেব। এছাড়াও দলীয় সংগীত পরিবেশন করে সৃজামি সাংস্কৃতিক অঙ্গন, চট্টগ্রাম ও অন্বেষণ বিক্রমপুর, মুন্সীগঞ্জের শিল্পীরা।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং গণসংগীত ও নাট্যালেখ্য পরিবেশনা।
অভিনেতা ও নাট্যনির্দেশক দুলাল দাশ গুপ্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মঞ্চসারথী আতাউর রহমান, গণসংগীত শিল্পী মাহমুদ সেলিম ও নাট্যজন অভিজিৎ সেনগুপ্ত।
