ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টাকার বিনিময়ে রেলে নাশকতা করতো তারা ৯ জন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ এএম

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে যৌথ অভিযানে রেলে নাশকতার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় বিমানবন্দর রেলস্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এনএসআই ও র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা টাকার বিনিময়ে চলমান হরতাল-অবরোধকে কেন্দ্র রেললাইন ও ট্রেনে নাশকতা করতো। সম্প্রতি মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মা ও শিশুসহ ৪ জন নিহত হন। এই ধারাবাহিকতায় র‍্যাব ও এনএসআইয়ের যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়।

তিনি বলেন, চক্রটি স্বল্প টাকার বিনিময়ে বিভিন্ন কুচক্রী মহলের এজেন্ডা বাস্তবায়ন করে; অগ্নিসংযোগ-ভাঙচুরসহ নানা অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব-১ এর অধিনায়ক বলেন, রেলের নিরাপত্তা নিশ্চিত করতে চলমান অভিযান অব্যাহত থাকবে।

FI
আরও পড়ুন