অবরোধের আগের রাতে মাত্র ২৭ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে এসব ঘটনা ঘটে।
শনিবার (২ ডিসেম্বর) রাত ১০টা ৪৮ মিনিটে সায়েদাবাদে একটি বাসে আগুন দেয়া হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত ১১ টা ৯ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
রাত সোয়া ১১ টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের বাসে আগুন দেয়া হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না এ তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
