ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ পিএম

রাজধানীর ফকিরাপুল জামে মসজিদের নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। তার নাম আশিকুর রহমান (৩৫)।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন মসজিদের খাদেম মো. বেলাল জানান, নিহত শ্রমিক আশিকুর আমাদের মসজিদে রাজমিস্ত্রির কাজ করতেন। রাতে কাজ করার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

 

MB/FI
আরও পড়ুন