ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বুড়িগঙ্গায় নৌকা ডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে এক শিশু।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিনগত গভীর রাতে বুড়িগঙ্গা নদীর তৈলঘাট বরাবর মাঝ নদীতে মানিক-৩ নামে একটি লঞ্চের সঙ্গে যাত্রীবাহী একটি খেয়া নৌকার ধাক্কা লেগে ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।এরপর শনিবার (২৬ জানুয়ারি) সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। রোজিনার ছেলে আবিদ (৫) এখনও নিখোঁজ  রয়েছেন।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ তাদের আত্বীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

MB/FI
আরও পড়ুন