সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে চোখের জলে দেবী দুর্গাকে বিসর্জন দিচ্ছে ভক্তরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা তিনটায় পল্টন বদির স্কুলের আয়োজিত পূজা মণ্ডপের বিসর্জনের মাধ্যমে বুড়িগঙ্গার ওয়াইজ ঘাট দিয়ে প্রতিমা বিসর্জন শুরু হয়।
সুনীল কুমার নামে এক ভক্ত খবর সংযোগকে বলেন, যথেষ্ট নিরাপত্তার সাথে এবারের শারদীয় দুর্গোৎসব করতে পেরেছি। সব মিলিয়ে সরকারের নিরাপত্তা ব্যবস্থা ছিল খুব ভালো। এবার ছোটখাটো সমস্যা ছাড়া কোন বড় ঘটনা ঘটেনি। খুব ভালোভাবে পূজো পার করলাম।
প্রতিমা বিসর্জনকে ঘিরে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর, নৌ-পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দলের সদস্য, সাদা পোশাকে সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পূজামণ্ডপে বর্ণিল সিঁদুর খেলা
সিঁদুর খেলায় দেবী দুর্গাকে বিদায়, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর