ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান, আটক ২৫

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:৩২ এএম

রাজধানীর গুলশান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা ও বসুন্ধরা এলাকায় অর্ধশত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানকালে নানা অনিয়মের অভিযোগে ২৫ জনকে আটক করা হয়।

রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পৃথকভাবে এসব খাবারের দোকানে অভিযান চালানো হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এসব রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসহ যথাযথ অনুমতি রয়েছে কি না তা দেখা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর ধানমন্ডি এলাকাতে ১৯টি, গুলশান এলাকায় প্রায় ১০টি এবং উত্তরা এলাকার ২০টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এছাড়াও সন্ধ্যার পর থেকে বসুন্ধরা এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভাটারা থানা পুলিশ।

গত  ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত  ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এরই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিতে অভিযানে নেমেছে পুলিশ।

AH
আরও পড়ুন