মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির পায়ে পৃষ্ট হয়ে জাহিদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি চিড়িয়াখানার মাহুত আজাদের ছেলে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঈদের দিন হওয়ায় চিড়িয়াখানায় মানুষের ঢল ছিল। প্রতিদিনের মতোই হাতি দিয়ে ফুটবল খেলা দেখাচ্ছিলেন মাহুত আজাদ। তার সঙ্গে ছিলেন ছেলে জাহিদ। হাতির চারদিকের বেষ্টনী ভেদ করে ছেলেকে সাহায্য করতে বলেন আজাদ। কিন্তু জাহিদ অপরিচিত হওয়ায় এবং বল নিয়ে খেলার সময় হাতিটি হঠাৎই তাকে তুলে ছুড়ে ফেলে। একইসঙ্গে পা দিয়ে পৃষ্ট করে তাকে।
এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত। একইসঙ্গে দর্শনার্থীদের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম না করার আহ্বান জানান তিনি।
