রাজধানীর সদরঘাটে রশি ছিঁড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় দুই লঞ্চের পাঁচজনকে আসামি করে মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ফারহান ৬ এর দুই মাস্টার ও ম্যানেজারের বিরুদ্ধে বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর অভিযোগ আনা হয়েছে।
এজাহার অনুসারে, পুরোনো রশি (অ্যাংকরিং রোপ) ব্যবহার করায় অবহেলার অভিযোগ এনে এমভি তাশরিফ ৪ এর ২ মাস্টারকে আসামি করা হয়েছে।
এর আগে বিকেল ৩টার দিকে সদরঘাটের ১১ নম্বর পন্টুনে ফারহান-৬ লঞ্চের ধাক্কায় তাসরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান পন্টুনে থাকা চার যাত্রী ও এক হকার।
