ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আমরণ গণঅনশনে চাকরী প্রত্যাশীরা

আপডেট : ১৩ মে ২০২৪, ০১:১৪ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ গণঅনশন কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দেওয়া মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবি জানান তারা।

সোমবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ গণঅনশন কর্মসূচি পালন করছে ৩৫ প্রত্যাশীরা।

এর আগে রোববার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ৩৫ প্রত্যাশী পরিষদের সমন্বয়ক শরিফুল ইসলাম শুভ বলেন, আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে চাকরির বয়স ৩৫ চাই। এটা আমাদের যৌক্তিক দাবি।

MB/AST
আরও পড়ুন