ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ

আপডেট : ১৯ মে ২০২৪, ১২:০৭ পিএম

রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে আগারগাঁও, মিরপুর ১, মিরপুর ১০ ও মিরপুর ১২ নম্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। রোববার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এ সময় অনেকে লাঠি  নিয়ে বিক্ষোভে অংশ নেন। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (১৫ মে) ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেন। তিনি বলেন, ব্যাটারিচালিত কোনও গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা তো ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি, যেগুলো করা হয়েছে সেগুলো কার্যকর করেন। এই ২২টি মহাসড়ক এবং ঢাকা সিটির বাস্তবতা ভিন্ন। সিটিতে যেন এই ব্যাটারিচালিত গাড়ি না চলে। এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো যেন চলতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।

ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সেতুমন্ত্রীর এমন নিষেধাজ্ঞার পরই রোববার বিক্ষোভে ফুঁসে উঠেছেন ব্যাটারি-চালিত অটোরিকশার চালকেরা। 

MB/FI
আরও পড়ুন