আসন্ন ঈদুল আজহার সময় রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। কিন্তু পুনরায় আফতাবনগরে পশুর হাট বসাতে ইজারার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৬ জুন আফতাবনগর পশুর হাটের জন্য দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
বুধবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, উচ্চ আদালতের স্থগিত আদেশের পরও পুনরায় গত ৩১ মে আফতাবনগরে পশুর হাট বসাতে দেওয়া ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম প্রত্যাহার বা বন্ধ রাখতে আজ একটি লিগ্যাল নোটিশ দিয়েছি।
তিনি বলেন, ২৪ ঘন্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি প্রত্যাহার করা না হলে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করা হবে।
এছাড়া এ মামলার আইনজীবী এম শামীম হোসাইনও জানিয়েছেন, পুনরায় ইজারা বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি আমরা হাইকোর্টের নজরে আনব।
গত ৩ জুন রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে ঈদুল আজহার সময় আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী এম শামীম হোসাইন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও এস এম শামীম হোসাইন। হাটের ইজারাদার নুরুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কেসি।
আপিল বিভাগের আদেশের পর আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও এস এম শামীম হোসাইন বলেন, আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী। এ বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।
গত ৮ মে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
