রাজধানীর সড়কগুলোতে নেই জটলা, নেই গাড়ির হর্ন। ফুটপাতে ধাক্কাধাক্কি করে ছুটে চলা মানুষের দেখা মিলছে না। বিকট শব্দে চলছে না মোটরসাইকেল। যতদূর চোখ যায় কেবল ফাঁকা আর ফাঁকা।
মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ব্যস্ততম সড়ক বিজয় সরণি, ফার্মগেট, জাহাঙ্গীর গেট, বনানী, মগবাজার, পুরানা পল্টন, রাতরাস্তা, মহাখালী, মগবাজার, রামপুরা ও বনশ্রী সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঈদুল আজহায় ইতোমধ্যে রাজধানী ছেড়ে লাখ লাখ মানুষ বাড়িতে ফিরেছেন। এতেই ঢাকা শহর হয়ে গেছে অনেকটাই ফাঁকা। তবে মঙ্গলবার সকালে আবার মানুষজন আসতে শুরু করছে, তবে সংখ্যায় খুবই কম। ঢাকায় আসা মগবাজারে রেল ক্রসিংয়ে সময় দেখা গেছে, প্রতিটি ট্রেনের বগি অনেকটাই ফাঁকা। প্রতিটি বগিতে ৩ থেকে ৫ জন লোক দেখা গেছে।

ঢাকা শহরের বিভিন্ন বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও নদীবন্দরগুলোতে ভিড় নেই। ঢাকার বাসগুলো সিট খালি রেখে চলাচল করছে। ধারণা করা হচ্ছে- বুধবার (১৯ জুন) থেকে ঢাকায় মানুষের সংখ্যা বাড়তে পারে। তবে আগামী রোববারের আগে রাজধানীতে গাড়ি চলাচল বাড়ছে না।
