রাজধানীতে তাজিয়া মিছিল

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১১:৫৮ এএম

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল বের হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় পর বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমণ্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়। 

কারবালাকে স্মরণ করে কালো মখমলের চাঁদরের নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও।

ছিলে আলাম বহন করা মোহাম্মদ ফাহাদ নামে এক যুবক গণমাধ্যমকে বলেছেন, এ বছর হোসেনি দালান থেকে বেরিয়ে আসা তাজিয়া মিছিলটি ঢাকার সবচেয়ে বড় মিছিলগুলির মধ্যে একটি। 

তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মিছিলের আগে, পেছনে ও মিছিলের পথের বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, হজরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদতের স্মরণে প্রতি বছর আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে। এই মিছিলের মাধ্যমে তারা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সত্য ও ন্যায়বিচারের পথে চলার শপথ নেন।

MB/WA
আরও পড়ুন