ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আলুর বাজারে অভিযান, জরিমানা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১১:৪০ এএম

দেশের বাজারে নিত্যপণ্য অস্থির থাকার কারণে অভিযানে নামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের শুরুতে তারা রাজধানীর কারওয়ান বাজারে যান। এ অভিযানে আড়তদার ব্যবসায়ীদের পাকা রশিদ বা ক্রয় বিক্রয় রশিদ না থাকায় তিন দোকানিকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিকার সূত্রে জানা যায়, অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। অভিযানে পাইকারি আলুর আড়তদার ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ দেখেন।

এ সময় আড়ত ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ না থাকা ও ব্যবসায়িদের কথা অনুযায়ী আলুর ক্রয়মূল্যের সাথে বিক্রয় মূল্যের অসামঞ্জস্য থাকায় তিনজন আলুর আড়তদার ব্যবসায়িকে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সঙ্গে দোকানিদেরকে এখন থেকে আইন মানার শর্তে ক্ষমা ও যৌক্তিক মূল্যে স্বল্প লাভে জনসাধারণের কাছে বিক্রির নির্দেশনা দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

MB/FI
আরও পড়ুন