রাজধানীর উত্তরাতে চার্ড রেস্তোরাঁর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে এ রেস্তোরাঁর উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির কর্ণধার আনিকা তাসনিম ও তাহসিন নাভিদ ফিতা কেটে রেস্তোরাঁটির উদ্বোধন করেন।
এ সময় সামাজিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির লোক উপস্থিত ছিলেন। তারা রেস্তোরাঁর সফলতা কামনা করেন। একই সাথে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
কর্ণধার তাহসিন নাভিদ বলেন, ‘মানুষের জন্য ভালো কিছু করার আশা থেকেই আমরা এ রেস্তোরাঁটি খোলার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রেস্তোরাঁতে আপাতত পাস্তা, গ্রিল, রাইস, স্যুপ থাকবে। পরবর্তীতে স্টেক বার্গার থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের খাবারের দাম ২৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে থাকবে। আমরা ভালো মানের সম্পূর্ণ হালাল রেস্তোরাঁ পরিচালনা করার চেষ্টা করবো। আমাদের খাবার খেয়ে যেন কাস্টমাররা খুশী হন, সেদিকেও শতভাগ খেয়াল রাখবো ইনশাআল্লাহ।’

আরেক কর্ণধার আনিকা তাসনিম বলেন, ‘আমরা চেষ্টা করছি পাস্তা, গ্রিল,রাইস, স্যুপ-এর সাথে আরো কিছু খাবার যোগ করার। আমাদের মূল লক্ষ্য হলো কাস্টমারদেরকে সবার সেরাটা দেয়ার।’
তিনি আরও বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে কাস্টমাররা যেনো সকল ধরণের খাবার খেয়ে খুশী হন, তার ব্যবস্থা করার। আমরা ভালো মানের খাবার পরিবেশন করবো, ইনশাআল্লাহ। কাস্টমারদের ভালোবাসায় অচিরেই চার্ড রেস্তোরাঁটির সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।’
স্থান: রেস্তোরাঁটি রাজধানীর উত্তরার মাসকট প্লাজায় অবস্থিত
