ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পানি রুবেল গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৯:২৬ এএম

রাজধানীর আদাবরের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কব্জিকাটা আনোয়ার এবং টুন্ডা বাবুর অন্যতম সহযোগী মো. রুবেল ওরফে পানি রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ভোলা সদর থানার লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোলা জেলার সদর মডেল থানা এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে আদাবরের চিহ্নিত মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার পানি রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৮। তিনি টুন্ডা বাবুর মাধ্যমে কবজি কাটা আনোয়ারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। তাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত রুবেল।

এএসপি খান আসিফ তপু জানান, পানি রুবেল কবজি কাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক কারবারি, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর রুবেল সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণ করছিলেন। আদাবর থানায় হত্যাচেষ্টা একাধিক মামলার আসামি রুবেল।

AHA
আরও পড়ুন