‘দৈনিক খবর সংযোগ’-এর মফস্বল সম্পাদক আসলাম আকন্দ-এর ঢাকার মহাখালীর বাসায় তালা ভেঙে চুরি হয়েছে। বাসার সবকিছু তছনছ করে চোর মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
আসলাম আকন্দ বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় ঈদের ছুটি কাটাতে বাসায় দুটি তালা দিয়ে পরিবারসহ গ্রামের বাড়িতে যান। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টায় বাসার ম্যানেজার টেলিফোনে তাকে চুরির বিষয়টি জানান।
জরুরি সেবা ৯৯৯-এ টেলিফোনে ঘটনাটি বনানী থানার পুলিশকে জানানো হয়। চোরেরা প্রায় ৩ ভরি স্বর্ণলঙ্কার, একটি কম্পিউটার এবং নগদ কিছু টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
বনানী থানার এসআই ইয়াদুল জানান, চুরির খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
