ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বর্ষবিদায়ে রাজধানীতে কনসার্টসহ নানা আয়োজন

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন রয়েছে।

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৩ এএম

বাংলা সনের শেষ দিন ‘চৈত্রসংক্রান্তি’ ঘিরে আজ রাজধানীসহ সারা দেশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

অনুষ্ঠানে ব্যান্ডসংগীত পরিবেশন করবে ওয়ারফেজ, ভাইকিংস, এভোয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমাদের ব্যান্ড চিম্বুক, ত্রিপুরাদের ব্যান্ড ইমাং, চাকমাদের ব্যান্ড ইনভোকেশন, খাসিয়াদের ব্যান্ড ইউনিটি এবং গারোদের ব্যান্ড এফ মাইনর। অনুষ্ঠানে ৫০ জন ঢাকঢোল বাদক এবং ৫০ জন লাঠিখেলা শিল্পীও অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আয়োজন চলবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে আয়োজিত হবে চৈত্রসংক্রান্তি আয়োজন। বিকেল ৪টায় নাট্যকর্মীরা মিলবেন সেখানে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সত্যেন সেন চত্বরে বিকেল সাড়ে ৫টায় লোকগানের আসর বসবে। চৈত্রসংক্রান্তি আয়োজনে তাদের স্লোগান ‘ভুলে যাই দ্বন্দ্ব কেটে যাক ভ্রান্তি, শুভ-বার্তা আনুক চৈত্রসংক্রান্তি’।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় এলাকাভিত্তিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন চৈত্রসংক্রান্তি উপলক্ষে বিভিন্ন আয়োজন করবে।

RA/JA
আরও পড়ুন