ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবার তৈরি হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম

নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতির’ মোটিফ পোড়ানোর পর আবারও নতুন করে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। 

শনিবার (১২ এপ্রিল) রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার অগ্রগতি পরিদর্শনের সময় পুনরায় এই মোটিফ তৈরির কথা জানান ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

তিনি বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাধা এসেছে। এ ধরনের কাজে কিছু বাধা আসেই, ষড়যন্ত্র থাকবেই। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাবো। 

এ জন্য তিনি সহযোগিতা কামনা করেছেন, পাশাপাশি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।  

তবে এতো অল্প সময়ে মূল মোটিফ বানানো সম্ভব কি-না এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, গত এক মাস ধরে বানানো একটা প্রতিকৃতি তো একদিনে বানানো সম্ভব না। দেখা যাক, শিল্পীরা কী করেন। এটা আমরা শিল্পীদের ওপর ছেড়ে দিয়েছি।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’।  এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে। বর্ষবরণের ঠিক দুদিন আগে শনিবার ভোরে আগুনে পুড়ে যায় ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’। একই সঙ্গে ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’র পাশে থাকা 'শান্তির পায়রা' মোটিফের কিছু অংশ পুড়ে যায়। 

RA
আরও পড়ুন