দীর্ঘদিন বন্ধ থাকার পর মেট্রোরেলের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইফতিখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুইদিন ধরে এমআরটি পাস দেওয়া হচ্ছে। যা কার্ড আছে তাই বণ্টন করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী কোনো স্টেশনে কম, কোনো স্টেশনে কিছু বেশি কার্ড দেওয়া হচ্ছে।
কাওরান বাজার স্টেশনে টিকিট কাউন্টারের এক কর্মকর্তারা জানান, গত দুইদিন ধরে নতুন করে রেজিস্ট্রেশন করা হচ্ছে এমআরটি কার্ডের জন্য। যাত্রীদের স্মার্টকার্ডের তথ্য থেকে সাধারণ তথ্য নিয়ে নিবন্ধন করা হচ্ছে। এর জন্য ৫০০ টাকা লাগছে। এরমধ্যে ৩০০ টাকা জামানত হিসেবে জমা থাকছে।
২০২৪ সালের ১ নভেম্বর থেকে মেট্রোরেলে ভ্রমণের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। একইসঙ্গে নষ্ট হয়ে যাওয়া কার্ডের নবায়নও বন্ধ থাকে।
