ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্রেতাহীন রাজধানীর বাজার, ‘পানির দরে’ সবজি

আপডেট : ১১ জুন ২০২৫, ০৩:২১ পিএম

ঈদের চার দিন পার হয়ে গেলেও এখনও রাজধানী ফাঁকা। বেসরকারি কিছু অফিস খুললেও বেশির ভাগ অফিস এখনো বন্ধ। তাই কাঁচাবাজারগুলোতে ক্রেতাহীন দেখা গেছে।  ক্রেতার অভাবে বিক্রেতারাও ‘পানির দামে’ সবজি বিক্রি করছেন।

বুধবার (১১ জুন) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, ঢাকায় মানুষ কম। যারা আছেন তারা এখন কোরবানির মাংসই বেশি খাচ্ছেন। তাই সবজির চাহিদা কম। পন্য আসছে অল্প। তাছাড়া বেচাকেনাও কম। সে কারণে দামও কিছুটা কমেছে।

কাওরান বাজার, হাতিরপুল ও এর আশপাশের বাজারগুলো ঘুরে দেখা গেছে, ঈদের পর সবজির দোকানগুলোর বেশির ভাগই বন্ধ রয়েছে। অল্প কয়েকটি দোকান খোলা থাকলেও তাতে পণ্য ও ক্রেতা দুটোই কম। এমনকি মাছ ও মাংসের দোকানও বন্ধ। শুধু কয়েকটি মুরগির দোকান খোলা দেখা গেছে।

সবজি বিক্রেতা রফিকুল বলেন, কোরবানের ঈদের কারণে সবাই গোশতই খাচ্ছে। কেউ সবজি কিনছে না। তাই কম দামেই দিয়ে দিচ্ছি। তবে চাহিদা বেড়ে গেলে দামও বেড়ে যাবে বলেন এই বিক্রেতা।  

বাজারের বিক্রির তালিকা অনুযায়ী, শসা, কাঁচা মরিচ, গাজর, টমেটো ও লেবুর দাম ঈদের দুইদিন আগে বেড়েছিল। তবে এখনও সেই দামেই রয়েছে। প্রতি কেজি শসা, ঢেঁড়শ, পটল, চিচিঙ্গা ও ঝিঙা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ও গাজর বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা হচ্ছে। এছাড়া কাকরোল, বরবটি, কচুর লতি, উস্তা, বেগুনের কেজি ৫০ থেকে ৭০ টাকায়, টমেটো ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ১৫ থেকে ২০ টাকায় পাওয়া যাচ্ছে।

RA/AHA
আরও পড়ুন