ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খেলাফত মজলিসের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০২:০৭ পিএম

ইসলাম বিদ্বেষী নারীবিষয়ক সংস্কার কমিশন, তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মসজিদের প্রবেশমুখে কাউকে সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হচ্ছে।   

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, পল্টন মোড় থেকেই বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে ও ভেতরে দাঁড়িয়ে আছেন প্রায় ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য।

এছাড়া কয়েকজন পোশাকধারী (ডিবি) পুলিশকেও অবস্থান করতে দেখা গেছে। যারা কাঁধে ব্যাগ বা হাতে ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে যাচ্ছেন তাদের ব্যাগ খুলে তল্লাশি করা হচ্ছে।

SN
আরও পড়ুন