ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সকালেও যমুনার সামনে বিক্ষোভ চলছে

আপডেট : ০৯ মে ২০২৫, ০৮:৪২ এএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। 

শুক্রবার (৯ মে) সকালেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা বিক্ষোভরত অবস্থায় কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন। বিক্ষোভস্থলে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে অবস্থান করতে দেখা গেছে। 

যমুনার সামনে বিক্ষুব্ধ এনসিপির নেতাকর্মীরা কখনো টানা আবার কখনো কিছুটা বিরতি দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন।

সেখানে বৃহস্পতিবার রাত ২টার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে ও ভেতরে সেই দাবি বলেছি। কিন্তু আজকে ৯ মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।

রাত দুইটার কিছুক্ষণ আগে যমুনার সামনে মাইকে স্লোগান দেওয়া হয়। এ সময় যমুনার আশপাশের এলাকা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ও ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

RA/AHA
আরও পড়ুন