ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে আহত ১

আপডেট : ২৪ মে ২০২৫, ০২:৪৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) রাত ১০টার পর যাত্রাবাড়ীতে আয়োজিত বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জুয়েল নামে এক নার্সারি কর্মচারী আহত হন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা।
 
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল সাদৃশ্য বোমা যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটে। এতে ৪-৫ জনের গায়ে আঘাত লাগে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

MMS
আরও পড়ুন