ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় ২৩ মিনিটের চেষ্টায় রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি জানান, সকাল ৭টার কিছু সময় আগে পুরানা পল্টনে একটি ১০তলা ভবনের ৬ তলায় আগুন লাগে। সকালে সড়ক ফাঁকা থাকায় খবর পেয়ে ৭টা ১ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিটের মাত্র ১৭ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
পল্লবীতে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ২