ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে চার মাসে ৯৫ খুন 

আপডেট : ০৪ জুন ২০২৫, ১০:১০ এএম

সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের অভিযানে মধ্যেও রাজধানীতে গত চার মাসে ৯৫টি খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বুধবার (৪ জুন) একটি টিভি চ্যানেলকে এ তথ্য নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। 

ডিএমপি তথ্য মতে, ফেব্রুয়ারি থেকে মে এই চার মাসে রাজধানীতে ৯৫টি খুনের ঘটনা ঘটেছে। আর ছিনতাই ও ডাকাতি হয়েছে ১৮৪টি। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করছে পুলিশ। 

গত ১৩ মে রাত ১১টা ৪৫ মিনিটে রমনা কালীমন্দিরের উত্তর পাশে পুরাতন ফোয়ারার কাছে, অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য উপর্যুপরি আঘাত করেন পারিয়ে যায়। পরে সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৫ মে রাতে রাজধানীর মধ্যবাড্ডায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে। সামনে আসে শীর্ষ সন্ত্রাসীদের দ্বন্দ্ব। সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা দেখা গেলেও এক সপ্তাহ পার হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মানুষের জীবন সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে সেগুলো মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নগরবাসীর দুশ্চিন্তার কারণ নেই।
 
বিশ্লেষক বলছেন, পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শুধু কাগজে-কলমেই। মাঠ পর্যায়ে নেই কার্যকরী ভূমিকা। ভাবে চলতে থাকলে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় পরিস্থিতির আরও অবনতির শঙ্কা বিশ্লেষকদের।

RA/SN