ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গরুর হাটে দেখা মিললো পরীমনি ও ট্রাম্পের!

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম

রাজধানীর গাবতলী হাটে ঢুকতেই চোখে পড়ে বিশাল আকৃতির এক গরু, যার নাম দেওয়া হয়েছে ‘শাকিব খান’। পাশেই দাঁড়িয়ে থাকা আরেকটি সাদা রঙের গরু, নাম রাখা হয়েছে ‘পরীমনি’। আরেকটু সামনে এগুতেই দেখা মিললো বড় আকৃতির সাদা-কালো আরেকটি গরু, যার নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’! কেউ কেউ দাঁড়িয়ে থেকে এসব গরু দেখেন, কেউবা ছবি তোলেন। কেউ আবার বাহারি নামের এসব গরুর করছেন ভিডিও।

গরু বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতারা এসব দেখে হাস্যরসে মাতলেও বিষয়টি তাদের কাছে বেশ যন্ত্রণার।

তারা জানিয়েছেন, ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউ কারসাজিতে তাদের ব্যবসা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরুর নামে চলছে ভাইরাল ব্র্যান্ডিং, সঙ্গে মিথ্যা দামের প্রচার। এতে বিভ্রান্ত হচ্ছেন ক্রেতা, আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিক্রেতারা।

বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর গাবতলী হাটে কোরবানির পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিক্রেতাদের অভিযোগ, পশুর নামকরণ থেকে শুরু করে দাম নির্ধারণ- সবই এখন ইউটিউব লাইভ আর কন্টেন্টের শোডাউনে নির্ধারিত হচ্ছে। এসব কনটেন্ট ক্রিয়েটররা হাটে গিয়ে নিজের মতো করে পশুর নাম দিয়ে ভিডিও করে নিচ্ছেন। 

পাবনা থেকে গাবতলীতে আসা এক গরু ব্যবসায়ী বলেন, আমার গরুর দাম শুরু থেকে আমি ৩ লাখ টাকা চাই, কিন্তু কিছু ইউটিউবার ভিডিও করে বলে দেয় ৫ লাখ টাকা! পরে ক্রেতা ৫ লাখ টাকা শুনে চলে যায়, কেউ দামদরও করে না। আবার কেউ যদি ভিডিওতে কম দাম বলে তখন সেই কম দামেই ক্রেতা কিনতে চায়।

তিনি বলেন, ভিডিও বা লাইভের সময় অনেক সময় বিক্রেতারা জোরাজুরিতে পড়ে দাম বলে ফেলেন। পরে ভিডিও ভাইরাল হয়ে গেলে সেই দামই ‘বাধ্যতামূলক’ হয়ে দাঁড়ায়।

‘শাকিব খান-পরীমনি’ নাম দেওয়া অন্য এক গরু বিক্রেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, একজন ইউটিউবার এসে গরুর সামনে দাঁড়িয়ে বলল- এই হচ্ছে ‘শাকিব খান, তার পাশে দাঁড়ানো গরুটি পরীমনি’। এরমধ্যে শাকিব খান নামক গরুর দাম ৬ লাখ টাকা এবং পরীমনি গরুর দাম ৪ লাখ টাকা। দাম নিয়ে আমি কিছু বলার আগেই সে ভিডিও করে নিল। পরে দেখি ভিডিও ভাইরাল।

তিনি বলেন, যে গরুর দাম সে বলল ৪ লাখ, আমার সেটি ক্রয়মূল্যই ৩ লাখ ৬০ হাজার। এখন আমি ৪ লাখ ৫০ হাজার চাইলে ক্রেতা বলে ‘ইউটিউবে তো ৪ লাখ বলেছে!’

হাট ঘুরে দেখা গেছে ইউটিউব কেন্দ্রিক কনটেন্ট ক্রিয়েটররা গরুর গায়ে ঝুলিয়ে দিচ্ছেন নাম ফেস্টুন, কেউ কেউ পশুর গায়ে টেম্পোরারি স্প্রে পেইন্টও ব্যবহার করছেন।

মিরপুর থেকে গাবতলী হাটে গরু কিনতে আসা আরেক ক্রেতা  বলেন, অনলাইনে দেখলাম একটা মাঝারি সাইজের গরু, নাম দিয়েছে ‘প্রিন্স মামুন’। ইউটিউবে ভাইরাল হয়েছে দেখে মনে ধরল। হাটে গিয়ে দাম জিজ্ঞেস করলে বিক্রেতা বললেন- এইটা ভাইরাল গরু, ৫ লাখের নিচে কিছুতেই হবে না। আমি তো হতবাক! ওই গরুর শরীর, দাঁড়ানো দেখে বুঝলাম- সর্বোচ্চ ৩ লাখের গরু এটি।

Raj/FJ
আরও পড়ুন