ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢামেকে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট : ১২ জুন ২০২৫, ০৮:৩৬ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের পাশ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১১ জুন) সন্ধ্যায় অচেতন অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, সন্ধ্যায় বহির্বিভাগের সামনের রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন ওই ব্যক্তি। পরে দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

RF
আরও পড়ুন