ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুড়িল বিশ্বরোডে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৯:৪২ এএম

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড যাত্রী ছাউনির সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।

শনিবার রাত ১১টার দিকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রমজান জানান, রাতে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড যাত্রী ছাউনির সামনে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই খিলক্ষেত থানা পুলিশ এবং সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

SN
আরও পড়ুন