ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:৪৭ এএম

রাজধানীতে দুইতলা বাসার ছাদ থেকে নিচে পড়ে‌‌ রুমি আক্তার (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রুমি ডেমরার রানী নগরের হাজী রোড এলাকার মো. রুবেল মিয়ার সন্তান এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা থানাধীন রানী নগরের হাজী রোড এলাকার এই ঘটনা ঘটে।

নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া মেহেরুন নেসা জানান, ডেমরার রানী নগরের হাজী রোড এলাকার দুইতলা বাসার ছাদ থেকে নিচে পড়ে‌‌ রুমি আক্তার গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

RF/SN
আরও পড়ুন