ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে স্থানীয় সরকার সচিবের হুঁশিয়ারি

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম

পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

শনিবার (৫ জুলাই) ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে সকালে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায়  আগে তিনি এই হুঁশিয়ারি দেন।

সচিব বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধসহ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে অভিযান অব্যাহত থাকবে।’

ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে মনিটরিং টিম গঠন করা হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ‘এখন থেকে ডেঙ্গুরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্মাণাধীন ভবনগুলোতে পানি জমে থাকার সম্ভাবনা থেকে অভিযান পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।’

জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে বাড়ির আঙ্গিনা ও আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।’ 

এরপর র‍্যালি দিয়ে শুরু হয় মশক নিধন অভিযান। ডেঙ্গুর প্রভাব বিস্তার রোধে দেয়া হয় মশার স্প্রে। পরিষ্কার করা হয় ময়লা আবর্জনা ও জমে থাকা পানি।

RK/AHA
আরও পড়ুন