রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পরই মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফার্মভিউ সুপারমার্কেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ককটেলের আওয়াজ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কে বা কারা ঘটিয়েছে এ ঘটনা, তা এখনও জানা যায়নি। কেউ আহত হয়েছে কি না সেটাও জানা সম্ভব হয়নি।