ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজও সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৯ এএম

বর্ষাকালে ঢাকার বাতাসে দূষণ সাধারণত কম থাকে। ফলে গত কয়েকদিনের ধারাবাহিকভাবে আজও সহনীয় পর্যায়ে রয়েছে রাজধানীর বাতাস। 

সোমবার (৭ জুলাই) সকাল বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের রেকর্ড অনুযায়ী ঢাকার স্কোর ৫৫। যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। এর আগে রোববার (৭ জুলাই) সহনীয় পর্যায়েই ছিল ঢাকার বাতাস, বায়ুমান ছিল ৯০।

বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান বেশ নিচের দিকে। রোববার এই তালিকায় রাজধানীর অবস্থান ছিল ১১, আজ নেমে এসেছে ৫৮ তে।

সোমবার বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে কুয়েতের কুয়ে সিটি। শহরটির বায়ুমান ১৭৯, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- বাহরাইনের মানামা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, পাকিস্তানের লাহোর ও জাপানের টোকিও। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৫, ১৫৩, ১৩৯ ও ১১৭।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

SN
আরও পড়ুন