ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বনশ্রীতে বহুতল ভবনে আগুন

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম

রাজধানীর বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। 
 
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগে বলে জানা যায়। সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আসে। এরপর আগুন নেভানোর কাজ করতে শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ‎আগুন নেভাতে সহযোগিতা করছে পুলিশ ও স্থানীয় লোকজন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে সাড়ে ৬টার দিকে আগুন লাগে। ছয় তলায় ছাদের একপাশ দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ভবন থেকে লোকজন নেমে আসেন।

‎‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনশ্রীর সি ব্লকের দুই নম্বর রোডের ২৮ নম্বর বাড়িটিতে আগুন লাগে। ছয় তলা ভবনটির একপাশে আগুন জ্বলছে। উৎসুক জনতা বাড়িটির সামনে ভিড় করতে দেখা যায়।

‎‎প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

KK
আরও পড়ুন