ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বনশ্রীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম

রাজধানীর বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৫ জুলাই) ফায়ার সার্ভিস সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনশ্রীর সি ব্লকে একটি সাততলা ভবনের ছয়তলায় আগুন লাগে। সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে  পুলিশ ও স্থানীয়রা তাদের সহায়তা করছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভবনটির ছাদের এক পাশে প্রথমে আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়তে থাকলে আতঙ্কিত হয়ে বাসিন্দারা দ্রুত ভবন থেকে নেমে আসেন।

তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Raj
আরও পড়ুন