‘সামস-সন্ধ্যা ট্রাস্টের’ আয়োজনে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত চিকিৎসাধীন ও আর্থিক অসচ্ছল সাংবাদিক কন্যাদের বৃত্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে মিডিয়া ফ্রন্টলাইনের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর বনশ্রীতে সি ব্লকে প্রধান কার্যালয়ে এ বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডিয়া ফ্রন্টলাইনের চেয়ারম্যান ও দৈনিক খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক খবর সংযোগের ব্যবস্থাপনা সম্পাদক শেখ সামিন ইয়াসার। উপস্থিত ছিলেন মিডিয়া ফ্রন্ট লাইনের চিফ কো-অর্ডিনেটর সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাকির মজুমদার, মিডিয়া ফ্রন্টলাইনের এসিট্যান্ট কো-অর্ডিনেটর মাজাহারুল হক পাঠান, বিভাগীয় কো-অর্ডিনেটর আবরার আহমেদ। এসময় বৃক্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক, মিডিয়া ফ্রন্টলাইনের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মেয়েদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মিডিয়া ফ্রন্ট লাইনের চেয়ারম্যান ও খবর সংযোগের প্রকাশক ও সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন, ‘মূল্যবোধ শিক্ষা ছেলে-মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি তাদের একটি দায়িত্বশীল, ন্যায়পরায়ণ এবং ধার্মিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। কিন্তু বর্তমানে সমাজে সবাই মিলে অর্থ উপার্জনে ব্যস্ত হয়ে পড়ছি। এটা একজন ব্যক্তির উদ্দেশ্য হতে পারে না। উপার্জনের পেছনের বেশি সময় দিয়ে আমরা আমাদের সন্তানদের দিকে নজর কমে যাচ্ছে। ফলে তারা বিপদগামী হয়ে যাচ্ছে। তাদের দিকে আমোদের নজর দেওয়া উচিত।
তিনি বলেন, এবারের মতো ভবিষ্যতে আরও গরিব, মেধাবী ও আর্থিকভাবে অচ্ছল এমন ছাত্র-ছাত্রীদের বৃত্তির আওতায় আনবে মিডিয়া ফ্রন্টলাইন।
এ ব্যাপারে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

জাকির মজুমদার বলেন, স্বাধীনতার এতো বছর পরও আমাদের অনেক অর্জন যেমন আছে, তেমনি অনেক অবক্ষয়ও আছে। নৈতিক অবক্ষয়ের কারণে আমাদের অনেক অর্জন ম্লান হয়ে যাচ্ছে।
সন্তানদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ফল উৎসবে যোগ দেন।
২০১৯ সালের জানুয়ারি থেকে সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত চিকিৎসাধীন ও আর্থিক অসচ্ছল সাংবাদিক কন্যাদের এই বৃত্তি দেওয়া হয়। এই শিক্ষাবৃত্তি প্রদানে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করছে মিডিয়া ফ্রন্টলাইন ফাউন্ডেশন। বিশিষ্ট ব্যাংকার ও ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’-এর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে দু’জন মহীয়সী নারীর স্মরণে সামস-সন্ধ্যা ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল।
