স্বাস্থ্যসেবা খাতের তথ্য অনুসন্ধান ও গবেষণা প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইন চার বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বনশ্রীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ফল উৎসব করেছে প্রতিষ্ঠানটি।
মিডিয়া ফ্রন্টলাইন চেয়ারম্যান সাংবাদিক শেখ নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বর্ষপূর্তি ও ফল উৎসবরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে একটি ফটোসেশনে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিষ্ঠানটির কর্মরত কর্মকর্তা ও মাঠপর্যায়ের সংগঠকরা।
এসময় মিডিয়া ফ্রন্টলাইন চেয়ারম্যান প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পণা উপস্থাপন করেন। একইসঙ্গে সকল কর্মকর্তা, সংগঠক এবং তথ্য অনুসন্ধান ও গবেষণার কাজে নিয়োজিত কর্মীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
মিডিয়া ফ্রন্টলাইনের প্রধান সমন্বয়ক ও অপারেশনাল প্রধান জাকির মজুমদার প্রতিষ্ঠাবার্ষিকী ও ফল উৎসবটির সার্বিক তত্ত্বাবধান করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত কর্মকর্তা ও সংগঠকরা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত হন। এসময় বক্তব্য রাখেন মিডিয়া ফ্রন্টলাইনের এডিশনাল কো-অর্ডিনেটর মাজাহারুল হক পাঠান, বিভাগীয় কো-অর্ডিনেটর আবরার আহমেদ।
আরও উপস্থিত ছিলেন মিডিয়া ফ্রন্টলাইনের ঢাকা বিভাগীয় কর্মকর্তা খাদিজা হাসান লাকি, মো. সুমন মিয়া, মাসুদুর রহমান। নারায়ণঞ্চ-মুন্সিগঞ্জ অঞ্চলের কর্মকর্তা আরিফ হোসেন, গাজীপুর-নরসিংদী অঞ্চলের নোমান আহমেদ।
এছড়া ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় প্রধান শ. ম. সাজু, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের প্রধান ফয়েজ আহমদ ও কুষ্টিয়া জোন প্রধান শাহীনুজ্জামান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গ্রীষ্মকালীন দেশীয় ফলের এক বর্ণাঢ্য উৎসব পালন করা হয়। গ্রীষ্মকালীন মধুমাসের স্বাদ আশ্বাদন করেন অনুষ্ঠানে আগত অতিথি, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা।

