ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি

এই সফলতা ১৭ বছরের আন্দোলনের ফসল: মির্জা আব্বাস

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৬:৩০ পিএম

আমরা যে সফলতা উদযাপন করছি, সেটি শুধু ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের এই দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের কথা ভোলা যাবে না।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শুরুর আগে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে। কেউ ১/১১ এর পদধ্বনি শুনতে পাচ্ছেন, কেউ মঙ্গলবার (৫ আগস্ট) ঘোষণাপত্রের বক্তব্যকে বিরোধিতা করেছেন। দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। আমিও এটাকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, তবে শুধু একটি কথা বলতে চাই। সেখানে ২৩ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি।

MH/FJ
আরও পড়ুন