রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পে ব্রিফিংয়ে লে. কর্নেল নাজিম আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, দুপুরে দুই গ্রুপের সংঘর্ষের পর রাতে সেনা, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের মধ্যে থেকে প্রাথমিক তদন্তের পর ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অনেককেই আটক করা হয়েছিল জানিয়ে লে. কর্নেল নাজিম আহমেদ বলেন, প্রাথমিক তদন্ত শেষে ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের নির্দোষ হিসেবে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে, দুপুরে সংঘর্ষে একজন মারা যাওয়ার পর যৌথ বাহিনী এই অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও হেলমেট উদ্ধার করা হয়েছে।
