ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বিপাকে অফিসগামীরা

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম

গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠা জনজীবনে কিছুটা হলেও স্বস্তি মিললেও, আজ ঢাকায় বৃষ্টিতে অফিসগামীরা বেশ বিপাকে পড়েছেন।  সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে সড়কে গণপরিবহনের সংখ্যা কম। 

বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে রাজধানীর মিরপুর, বারিধারা,বণশ্রী, উত্তরা, শ্যামলী এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও রয়েছে। এছাড়া বৃষ্টির পাশাপাশি আকাশে জমেছে কালো মেঘ। যা দিনভর আরও বৃষ্টির আভাস দিচ্ছে।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার রাতে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, বাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

AHA
আরও পড়ুন