ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকার সড়কে আজও জলাবদ্ধতা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম

আগেই টানা বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী ভোর সাড়ে ৫টার দিক থেকে ঢাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় তিন ঘণ্টার বৃষ্টির পর ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলিতে আজও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এর আগে গতপরশু ও গতকালও বৃষ্টির প্রভাবে জলাবদ্ধতা ছিল ঢাকার বিভিন্ন এলাকায়। রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়াদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, কালশিসহ বিভিন্ন সড়ক ও অলগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও ধীরে ধীরে পানি নেমে যেতে শুরু করেছে।

সাপ্তাহিক ছুটির দিন হলেও বৃষ্টি, জলাবদ্ধতার কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এদিকে বাংলাদেশ টেলিভিশন সংলগ্ন রামপুরা ইউলুপের নিচের রাস্তার জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এছাড়া সড়কের ম্যানহোলগুলো খুলে পানি নিষ্কাশনে বিরতিহীনভাবে কাজ করছে। অতিরিক্ত জলাবদ্ধতা হওয়ায় মিরপুর ১, কালশি, সাঁতারকুল, নিকেতন এলাকার ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে পানি অপসারণের কাজ করেছে সিটি কর্পোরেশন। পাশাপাশি জলাবদ্ধতার পূর্ব প্রস্তুতি হিসেবে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আয়রন গ্রেটিংস ও ক্যাচপিটের পাইপের মুখ হতে পলিথিন, প্লাস্টিক ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।

জলাবদ্ধতা বিষয়ে রাজধানী কালশী এলাকার বাসিন্দা মোবারক হোসেন বলেন, বৃষ্টি হলেই আমাদের এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে যায় অথচ সৃষ্টি কর্পোরেশন স্থায়ী সমাধানে কাজ করেনা। আজও বৃষ্টির পর জলাবদ্ধতা হয়েছে। জলাবদ্ধতা হওয়ার পর সিটি কর্পোরেশনের লোকরা এসে জলাবদ্ধতা নিরসনে কাজ করে কেবল, আগে কোনো প্রস্তুতি তাদের কখনই থাকে না।

এদিকে ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে, দুপুর ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

SN
আরও পড়ুন