ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:৫০ পিএম

রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে চার সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে স্বামী সিফাত আলীসহ (৩০) ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে সকালে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলার এজাহার রুজু করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের স্বামী সিফাত আলীকে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।

ওসি জানান, নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। মামলায় নিহতের স্বামী সিফাত এবং তাদের গাড়িচালকসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

নিহতের মা নাজমা বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে মেয়ের স্বামী ফোন করে কেয়ার অসুস্থ দ্রুত বাসায় আসতে বলেন। কী হয়েছে জানতে চাইলে, স্বীকার করেন কেয়া মারা গেছেন। পারিবারিক কলহের জেরে আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে অভিযোগ তুলেন তিনি।

নিহত কেয়ার ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, অসুস্থতার খবর শুনে নাজমা বেগম স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান। তারা সেখানে গিয়ে দেখেন সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা কেয়াকে মৃত ঘোষণা করলে সিফাত সেখান থেকে উধাও হয়ে যান। 

MH/MMS
আরও পড়ুন